তুমি কি ভূত?

ASDF

 রিমঝিম বৃষ্টিমাখা দিনে একটা হরর গল্প হয়ে যাক?
ধরো সেই গল্পের নায়ক বা নায়িকা তুমি নিজে।
তুমি মরে গেছ। সেদিন এরকম ঝুম বৃষ্টি হচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষে তোমায় গোরস্থান নিয়ে এল। এসে দেখে যেই কবর খোঁড়া হয়েছে, তা ঘোলা চৌবাচ্চা হয়ে গেছে। আবার সব মিলে বালতি দিয়ে কোনভাবে তোমার শেষ বাসস্থান নামক বাথটবের পানি সরালো। এরপর তোমায় সেই গোড়ালিডোবা প্যাঁকে রেখে প্যাকড করে দিল নিয়মমত।
তারপর রিমঝিম বৃষ্টিতে আবারো বদ্ধ চৌবাচ্চা পূর্ণ হয়ে গেল। এবার আর কেউ পানি সরাচ্ছে না। পেটের ভেতরের অবশিষ্ট বাতাসের কারনে জলে ভাসা বোতলের মত তুমিও ভেসে উঠছ তোমার ঘরের ভেতর। কিন্তু বিধির বাম উপরে সেই বাঁশের বেড়াতেই যেয়ে আটকে গেলে। চুঁয়ে পড়া ঘন কাদাজল তোমার জলাধার ঘরের পরিধি আরো ছোট করে দিচ্ছে।
ভয় লাগছে না গল্পটা? নাকি মন খারাপ হয়ে গেল? গল্পের চরিত্র তুমি না হয়ে অন্যকেউ হলে হয়ত ঠিকই ভয়ে কুঁকড়ে যেতে। নিজেকে মৃত ভাবাটা ভয়ের চেয়ে দুঃখ দেয় বেশি। ভেজা আঁধারে শুয়ে থাকা দেহগুলো গোরস্থানের বাইরে বসে থাকা ফকিরগুলোকেও প্রচন্ড হিংসা করে। সেই হিংসা আর জীবনের অপূর্ণতা মিলে দুঃখ তৈরি করে, নিজেকে মৃত ভাবতে বাধা দেয়।
দুঃখিত। আজ বৃষ্টিস্নাত রাতে কোন ভয়ের গল্প নেই। 🌜

Salman
0333.21.10.17

Author: sazedsalman

About me? Well, just contact with me to know more about me! That's all! :D

কিছু বলতে চাও? :/